• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

রাজ্যবাসীকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা মমতা এবং অভিষেকের

দুর্গাপুজোর মতো চারদিনের এই পুজোয় নবমীতেই মায়ের আরাধনা হয় বাংলায়

জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, জগদ্ধাত্রী পুজোর মহাষ্টমী। এদিন সকালে এক্স হ্যান্ডলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর জন্য দেবীর কাছে আর্শীর্বাদের প্রার্থনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চন্দননগর এবং কৃষ্ণনগরে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। দুর্গাপুজোর মতো চারদিনের এই পুজোয় নবমীতেই মায়ের আরাধনা হয় বাংলায়। নবমীতে নিয়ম-নিষ্ঠা মেনে পুজো হলেও অষ্টমী থেকেই পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। বুধবার মহাষ্টমীর সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা।’

Advertisement

জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,‘সকলকে জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা। মা জগদ্ধাত্রী আমাদের সাহস ও করুণার সঙ্গে জীবনের পরীক্ষাগুলির মুখোমুখি হওয়ার শক্তি জোগাতে অনুপ্রাণিত করুন। তাঁর ঐশ্বরিক আশীর্বাদে প্রতিটি ঘরে শান্তি, সমৃদ্ধি এবং স্থায়ী সুখ ভরে উঠুক।‘

Advertisement

 

Advertisement