আতঙ্কে মহাদেব: ছবি বদলের কারণে বাগদার ভোট চলে গেল হুগলিতে

প্রতিনিধিত্বমূলক চিত্র

হেলেঞ্চা পারকৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মহাদেব দাসের নাম, বাবার নাম ও ভোটার কার্ডের নম্বর সব ঠিক থাকলেও ছবি আলাদা হওয়ায় তিনি এনুমারেশন ফর্ম পাননি। অভিযোগ, এই কারণে তার ভোট হুগলির পান্ডুয়ায় চলে গিয়েছে। এ নিয়ে মহাদেব দাস পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

জানা গিয়েছে, বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মহাদেব ২০২৪ সালে বাগদা বিধানসভার ১৩৯ নম্বর বুথে ভোট দিয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম রয়েছে। কিন্তু এসআইআর-এর জন্য প্রতিবেশীরা গণনাপত্র পেলেও তিনি পাননি। বিএলও-র কাছে জানতে গেলে দেখা যায়, মহাদেবের নাম, বাবার নাম ও এপিক নম্বর ঠিক থাকলেও ছবি পরিবর্তন হওয়ায় তার ভোট হুগলির পান্ডুয়ায় চলে গিয়েছে।

এ ব্যাপারে শনিবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত মহাদেব। তিনি জানিয়েছেন, ‘এনুমারেশন ফর্ম না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছি। আমার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।’


এদিকে এলাকার বিএলও জানিয়েছেন, মহাদেব দাসের নাম ২০০২ ও ২০২৪ সালের ভোটার তালিকায় রয়েছে। কিন্তু পোর্টালে সার্চ করলে দেখা যাচ্ছে, তিনি হুগলির পান্ডুয়ায় ভোটার। বিএলও বলেছেন, ‘আমি উচ্চপদস্থ কর্মকর্তাদের জানিয়েছি, যাতে মহাদেব দাস তার ভোটাধিকার ফিরে পেতে পারেন।’

হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা হালদার বলেছেন, ‘প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে চাই আমরা। সকলেই মহাদেব দাসের পাশে আছি।’