নিম্নচাপের বৃষ্টি কমলেও, উত্তাল দিঘার সমুদ্র, স্নানে নিষেধাজ্ঞা

বৃষ্টির ঘাটতি পুষিয়ে দেওয়ার আশা জাগিয়েছিল নিম্নচাপ। তবে জানা গিয়েছে ওড়িশা উপকূল হয়ে অন্ধ্রপ্রদেশের দিকে বেঁকে যাবে এই নিম্নচাপ।

ফলে রাজ্যে যতটা বৃষ্টির সম্ভাবনা ছিল, ততটা হবে না। কিন্তু সামনেই রাখি পূর্ণিমা। প্রাকৃতিক কারণেই এই সময় সমুদ্র উত্তাল হয়ে উঠবে।

সেই কারণে দিঘার স্নানে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে।


ভরা কোটালের দিনে জল আছড়ে পড়ছে সৈকত সরণীর পাথরের দেওয়ালে। রবিবারই দিঘায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছেন টালিগঞ্জেন একজন যুবক।

তারপর থেকে প্রশাসনের কড়াকড়িতে জলে পা দেওয়ারও সুযোগ মিলছে না মাইকিং করে সমুদ্র থেকে উঠে আসতে বলা হচ্ছে।

এদিকে এই সপ্তাহে বেশ কয়েকটা ছুটি থাকায় মহরমের আগে থেকেই দিঘার হোটেলে ভিড় জমিয়েছেন পর্যটকরা।

কিন্তু ছুটি কাটাতে গেলেও প্রশাসনের নজরদারিতে দিঘায় পুরো ছুটির আমেজই মাঠে মারা গিয়েছে। পর্যটকরা জলে নামতে গেলেই হুইসিল বাজিয়ে ছুটে আসছেন নুলিয়া ও পুলিশের দল।

দিঘা থানা সূত্রে খবর, এই মুহূর্তে ওল্ড এবং নিউ দিঘার সমস্ত স্নান করার জায়গায় আঁটোসাটো করা হয়েছে নজরদারি।

নুলিয়া, সিভিক ভলান্টিয়ার, ডেজাস্টার ম্যানেজমেন্ট এবং পুলিসকর্মীরা নিয়মিত সৈকতে নজরদারি চালাচ্ছে। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রশাসন সদা সতর্ক রয়েছে।

নিম্নচাপের জেরে সোমবার সন্ধ্যা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে কখনো ভারি কখনো হালকা বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঝড়ো বাতাসও বইছে। বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।