শক্তি হারিয়ে নিম্নচাপ সরে গিয়েছে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে। কিন্তু আপাতত স্বস্তি মিলবে না কারণ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সাগরের উপরে নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। এর জেরেই কলকাতা -সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বজায় থাকবে। উত্তরবঙ্গের জারি থাকবে বৃষ্টির পরিস্থিতি।
হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে।অন্যদিকে, দিঘার উপর দিয়েও মৌসুমি অক্ষরেখা গিয়েছে। এর ফলে রাজ্যে বৃষ্টি থামছে না। তবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছুটা রাশ টানতে পারে বৃষ্টি। সোমবার থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তবে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবারও পরিস্থিতির কোনও বদল হবে না। ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। জারি রয়েছে সেই নিষেধাজ্ঞা।
উত্তরবঙ্গেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি।