দেশের অন্যতম প্রাচীন শিল্প ও বাণিজ্য সংগঠন ভারত চেম্বার অফ কমার্স ১২৫ বছরে পা দিল। সোমবার ১২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ শ্রদ্ধেয় ওম বিড়লা ।
রাজস্থানের কোটার বিধায়ক হিসেবে রাজনৈতিক জীবন শুরু। এরপর টানা ছয়বার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। ২০১৯ ও ২০২৪ সালে পরপর দু-বার লোকসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন। এদিনের মূল অধিবেশন ছিল ‘ইন্ডিয়া অ্য়াট একশো : অ্যান এজ অফ আ নিউ ডন’, যেখানে নতুন ভারতের জয়যাত্রা নিয়ে আলোচনা হয়।
বক্তৃতায় ওম বিড়লা বলেন, ‘নতুন ভারতের গঠন সম্ভব হবে শিক্ষা, প্রযুক্তি ও উন্নয়নের সমন্বয়ে। ভারত শুধু একটি দেশ নয়, ভারত একটি শক্তি। আমাদের দেশের সব চাইতে বেশি সুন্দর বিষয় হল আমাদের গণতন্ত্র। এই মুহূর্তে পৃথিবীর সব ক্ষেত্রে ভারতের যুব সম্প্রদায় নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে আমাদের দেশ বিকশিত ভারত, আত্মনির্ভর ভারতের দিকে আরও এগিয়ে যাবে।’
ভারত চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক বছর ধরে বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে। অনুষ্ঠানের শেষে সংগঠনের সদস্যরা ওম বিড়লাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তাঁর নেতৃত্ব আমাদের নতুন প্রেরণা জোগাবে।’