কলকাতা, ২৮ মে: সাত সকালে ব্যস্ত সময়ে লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত একটি লোকাল ট্রেন। ফলে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। আজ, মঙ্গলবার সকাল ৭টা ০৫ মিনিট নাগাদ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এই দুর্ঘটনায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের পাশাপাশি ব্যাপক দুর্ভোগের শিকার হন অফিসযাত্রীরাও। সবচেয়ে দুর্ভোগে পড়েন ডাউন লাইনের যাত্রীরা। কারণ, আপ লাইনের ট্রেন ধীর গতিতে এগোলেও বেশ কিছু সময় ধরে বন্ধ থাকে ডাউন লাইনের ট্রেন পরিষেবা। প্রায় আধ ঘণ্টা ধরে এই অচলাবস্থা চলে। এরপর ডাউন লাইনে ধীরে ধীরে ট্রেন ছাড়তে শুরু করে।
কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল? পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শেওড়াফুলি স্টেশন থেকে একটি ফাঁকা লোকাল ট্রেন যাচ্ছিল। ট্রেনটির গন্তব্য ছিল হাওড়া স্টেশন। ওই ট্রেনটি লিলুয়া স্টেশনের কাছে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। যাওয়ার পথে হঠাৎই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। সকাল ৭টা ৫ মিনিটে এই ঘটনা ঘটে। যার ফলে ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনের ডাউন লাইনের প্লাটফর্মে ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে। এই স্টেশনগুলোতে ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল-সহ একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়তেই যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয়ে ওঠে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ঠিক কী কারণে লোকাল ট্রেনটি লাইনচ্যুত হল তা এখনও জানা যায়নি। তবে তদন্ত করে দেখা হচ্ছে। পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। আমাদের কাছে যাত্রী এবং রেলকর্মীদের সুরক্ষাই অগ্রাধিকার পেয়ে এসেছে। তার জন্য আমাদের যা যা প্রয়োজনীয় আমরা তা অবশ্যই করব।