• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

দানা-আতঙ্ক কাটিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় শুরু ট্রেন চলাচল

শুক্রবার সকাল ১০টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৫ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে ৩৪৪২০ আপ শিয়ালদহ-সোনারপুর লোকাল।

দানা-আতঙ্ক কাটিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় শুরু ট্রেন চলাচল। শুক্রবার সকাল ১০টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৫ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে ৩৪৪২০ আপ শিয়ালদহ-সোনারপুর লোকাল। অন্যান্য কাজের দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম ছিল। ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফলের কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

শিয়ালদহ উত্তর শাখার সিংহভাগ লাইনে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে বৃষ্টির জন্য যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। শুধু লোকাল ট্রেনই নয়, প্রবল দুর্যোগের আশঙ্কায় এবং যাত্রী সাধারণের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যেই দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হয় রেলের তরফ থেকে।

পূর্ব রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ট্রেন চলাচল। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে কোনও ট্রেন ছাড়বে না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ দানার অবস্থান ছিল ভদ্রক থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ধামারা থেকে ৫০ কিলোমিটার উত্তর, উত্তর-পশ্চিমে। ঘূর্ণিঝড় কেন্দ্রের চারপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে১০০ কিলোমিটারের মধ্যে ছিল। ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৬ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সিস্টেমটি পারাদ্বীপের ডপলার আবহাওয়া রাডারের নজরদারিতে রয়েছে।

এদিকে দানার প্রভাব সেভাবে পড়েনি বাংলায়। আপাতত শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,‌ পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি চলবে। (ছবি: অভিষেক সেন)