বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কলকাতার রাস্তায় বামেরা

বাংলাদেশে সংখ্যালঘু এবং প্রগতিশীল মানুষের উপর নৃশংস মৌলবাদী হামলার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় পথে নামল বামপন্থী দলগুলি। বামফ্রন্টের শরিক দলগুলির পাশাপাশি সিপিআই (এমএল) লিবারেশনও এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
এন্টালি মার্কেট থেকে বেকবাগান মোড় পর্যন্ত মিছিলটি এগিয়ে যায়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বাম সমর্থকেরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি তোলেন। স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা—‘মৌলবাদ নিপাত যাক’, ‘সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে’, ‘গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে রুখে দাঁড়াও’।
মোহাম্মদ সেলিম দৈনিক স্টেটসম্যানকে জানান, বাংলাদেশে যে ভাবে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে শুধু সংখ্যালঘু নয়, প্রগতিশীল চিন্তাধারার মানুষও আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি গভীর উদ্বেগজনক। অবিলম্বে এই হিংসা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
সৃজন ভট্টাচার্য  দৈনিক স্টেটসম্যানকে জানান, কোন দেশে হিন্দুদের পোশাকে কোন দেশে মুসলিমদের পোশাকে মৌলবাদীরা মৌলবাদ ছড়াচ্ছে তার বিরুদ্ধেই বামপন্থীদের লড়াই। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তো উপমহাদেশের বড় নেতা, তিনি বাংলাদেশের সরকারের উপরে চাপ সৃষ্টি কেন করছেন না?  এখানে শুভেন্দু অধিকারী কে ছেড়ে দিয়েছেন সাম্প্রদায়িকতা করতে। তার যদি সৎ সাহস থাকে তিনি যেন এই সম্প্রদায়িকতা বন্ধ করে।
মিছিল থেকে ভারত সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করা হয়, যাতে বাংলাদেশে সংখ্যালঘু ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ করা হয়। বাম নেতারা জানান, মানবতা ও সম্প্রীতির পক্ষে এই প্রতিবাদ আন্দোলন আগামী দিনেও চলবে