গাজা উপত্যকায় মানবিক সংকট ও ‘ফ্লোটিলা’ হামলার বিরুদ্ধে শনিবার কলকাতার রাস্তায় নামল বামপন্থী দলসমূহ। শনিবার বিকেল চারটের পর থেকেই শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র রবীন্দ্রসদন চত্বর জমায়েতে ভরে ওঠে প্রতিবাদী স্লোগানে। সেখান থেকে মিছিলটি এগিয়ে যায় ধর্মতলার লেনিনমূর্তির দিকে। মিছিলে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বহু মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিক। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও প্যালেস্তাইনের পতাকা নিয়ে তাঁরা গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি তোলেন।
সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য দৈনিক স্টেটসম্যান-কে জানান, ‘এটা শুধু প্যালেস্তাইনের লড়াই নয়, সমগ্র মানবতার পক্ষে আওয়াজ তোলার সময় এসেছে। গাজায় রক্তপাত অবিলম্বে বন্ধ করতে হবে।’
Advertisement
আয়োজকদের বক্তব্য, গাজায় চলমান সংঘর্ষে অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন, শিশু ও বৃদ্ধদের জন্য তৈরি হয়েছে তীব্র খাদ্য ও ওষুধের সংকট। সেই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্ববাসীকে একজোট হতে আহ্বান জানান তাঁরা। পাশাপাশি, আন্তর্জাতিক সাহায্যবাহী ‘ফ্লোটিলা’ বহরের উপর ইজরায়েলি হামলা এবং কর্মীদের আটক-গ্রেপ্তারকে নিন্দা জানিয়ে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হয়। প্রতিবাদী এই মিছিলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দেন।
Advertisement
Advertisement



