• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

২০২৬-এর ভোটে নির্বাচনী কৌশল বদলাচ্ছে আলিমুদ্দিন

রবিবার থেকে শুরু হয়েছে সিপিএমের রাজ্য কমিটির দু’দিনের বৈঠক। সেখানেই জমা পড়ছে জেলার টপ–প্রায়োরিটি আসনের তালিকা।

পরপর তিনটি নির্বাচনে খাতা খুলতে পারেনি সিপিআইএম। তাই এবার বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাম ব্রিগেট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন কৌশল সাজাচ্ছে সিপিএম। রাজ্যের ২৯৪টি আসনকে সমান গুরুত্ব না দিয়ে এবার দল বেছে নিয়েছে নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রকে। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদা, এই দুই জেলা আলিমুদ্দিন স্ট্রিটের নজরে সবচেয়ে উপরে। ’২১-এর ভোটে শূন্যে নামা সংগঠনকে নতুন করে ঘুরে দাঁড় করানোর মূল লক্ষ্য এখন এই দুই জেলায়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএম রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রকে একাধিক ক্যাটিগরিতে ভাগ করেছে। জেলা নেতৃত্বের রিপোর্ট ও মাঠপর্যায়ের সমীক্ষার ভিত্তিতে তৈরি হয়েছে এই বিভাজন। প্রতিটি ক্যাটিগরির আলাদা নাম দেওয়া হয়েছে। তার মধ্যে যেগুলিকে ‘টপ প্রায়োরিটি’ তালিকায় রাখা হয়েছে, সেখানে আসন্ন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার)-এ ১০০ শতাংশ বুথে বিএলএ–২ নিয়োগের পরিকল্পনা নিচ্ছে দল।

Advertisement

রবিবার থেকে শুরু হয়েছে সিপিএমের রাজ্য কমিটির দু’দিনের বৈঠক। সেখানেই জমা পড়ছে জেলার টপ–প্রায়োরিটি আসনের তালিকা। উত্তর ২৪ পরগনার নেতৃত্ব ইতিমধ্যেই নয়টি কেন্দ্রকে সেই তালিকায় রেখেছে। মুর্শিদাবাদ ও মালদা কতগুলি আসন পাবে, তা স্পষ্ট হবে বৈঠক শেষে।

Advertisement

শনিবার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রাজ্য কমিটির সদস্যদের বিশেষ ক্লাস নেন। সেখানে রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির বিভাজনের রাজনীতি এবং সিপিএমের কৌশল নিয়ে আলোচনা হয়। রবিবার বৈঠকের শুরুতেই পলিটব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্যের ক্লাস দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে রাজ্য কমিটির আলোচনাপর্ব। আলিমুদ্দিন সূত্রে বলা হচ্ছে, ‘এবারের লড়াই সংগঠন পুনর্গঠনেরও লড়াই। লক্ষ্য— মাটির ভোট ফেরানো।’

Advertisement