নিমমতা কাণ্ড থেকে শিক্ষা, বাড়ানাে হল অনুব্রতর নিরাপত্তা

অনুব্রত মণ্ডল (File Photo: Indrajit Roy/IANS)

নিমমতা কাণ্ডের জেরে ভােটের মুখে এবার নিরাপত্তা বাড়ল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। দাপুটে তৃণমূল নেতার কার্যালয়ের গেটে বসানাে হয়েছে মেটাল ডিটেক্টর।

এছাড়াও তার সভাগুলিতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি রাতে তিস্তা তাের্সা এক্সপ্রেস ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হােসেন। সেই সময় স্টেশনে বােমা বিস্ফোরণ হয়। যার জেরে গুরুতর জখম হন শ্রমমন্ত্রী-সহ কমপক্ষে ২৩ জন। রাতেই জাকির হােসেনকে নিয়ে আসা হয় কলকাতায়।

সেই থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী। অস্ত্রোপচারের পর পরিস্থিতি স্থিতিশীল হলেও এখনও পুরােপুরি সুস্থ নন তিনি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়ানাে হয়েছে বলেই সূত্রের খবর।


অনুব্রত মন্ডলের কার্যালয়ের গেটে বসানাে হয়েছে মেটাল ডিটেক্টর। যে বা যারা অনুব্রতর কার্যালয়ে যাচ্ছেন, তাঁদের ব্যাগ চেক করে তারপরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।