গঠনমূলক কাজে সহযােগিতার আশ্বাস ‘বিরােধী দলনেতা’ শুভেন্দুর

সােমবার কলকাতার হেস্টিংসে বিজেপির অফিসে নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

Written by SNS Kolkata | May 11, 2021 4:34 pm

শুভেন্দু অধিকারী (File Photo: IANS)

সােমবার কলকাতার হেস্টিংসে বিজেপির অফিসে নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য বিধানসভায় বিরােধী দলনেতা হয়েই শুভেন্দু বার্তা দেন- ‘গঠনমূলক কাজে সহযােগিতা করবাে রাজ্য সরকার কে।

যখন বিধানসভায় ২৯ জন বিরােধী বিধায়ক ছিলেন তখন আমি বিধানসভার সদস্য ছিলাম। ২৩৫-এর দম্ভ আমি দেখেছি। সেই পরিস্থিতি এখন নেই। আমার অঙ্গীকার হলাে হিংসা মুক্ত বাংলা। শান্তির বাংলা, যেকোনাে গঠনমূলক কাজে সরকারের সহযােগিতা করবাে।

এরপর রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি নিয়ে সরব হন। শুভেন্দু অধিকারী বলেন -‘প্রথা মাফিক এই সভা হচ্ছে। আমাকে মালা পরানাে হয়েছে, পড়েছি। তবে আমার মন ভালাে নেই। কারণ পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই। এখানে গণতন্ত্র ফেরাতে হবে।

শুধুমাত্র অন্য দলকে ভােট দেওয়ার জন্য লক্ষাধিক ব্যক্তিদের বাড়ির বাইরে থাকতে হচ্ছে। তাই আজ উল্লাস করার সময় নয়। সেইসাথে বিধানসভার নির্বাচনে হেরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণকেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।