• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগুনে পােড়া ঝুপড়িবাসীদের পাশে আইনমন্ত্রী

শনিবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেছিল দশটি ঝুপড়ি বাড়ি সহ বেশ কিছু দোকান।এলাকা পরিদর্শন করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।

প্রতিকি ছবি (Photo: IANS)

শনিবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেছিল দশটি ঝুপড়ি বাড়ি সহ বেশ কিছু দোকান। রবিবার সেই এলাকা পরিদর্শন করলেন ও আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলাের পাশে দাঁড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।

কালী পুজোর রাতে তপসীবাবা আশ্রম এর কাছে রাতে বিধ্বংসী আগুন ছাই হয়ে গেছিল একটি বস্তি। যেখানে প্রায় দশটি দোকান ও বাড়ি পুড়ে যায়। এলাকা পরিদর্শন করেন মন্ত্রী মলয় ঘটক।

Advertisement

মলয় ঘটক জানিয়েছেন সরকারিভাবে যতটা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব তা দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সাহায্য করার বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, আসানসােল উত্তর থানার ধান্দকার অন্ততি তপসী বাবা মােড়ের কাছে একসাথে। বেশ কয়েকটি দোকান ও ঝুপড়িতে হঠাৎ আগুন লেগে যায়, আগুনের কারণে রেলপারে দক্ষিণ ধাদকা , আর কে ভাঙ্গাল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় এলাকা অন্ধকারে ডুবে যায়। এই ঘটনায় এক জন বৃদ্ধ পুড়ে মারা গেছে। কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।

Advertisement