অমিত শাহের বঙ্গ সফরের তৃতীয় দিন

আজ বুধবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের তৃতীয় দিন। সকাল সাড়ে ১১টা নাগাদ পশ্চিমবঙ্গ বিজেপির সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। দুপুর পৌনে ২টো নাগাদ যাবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের নিয়ে সেখানে কর্মী সম্মেলন আয়োজিত হচ্ছে। নির্বাচনমুখী রাজ্যে মহানগরের দলীয় কর্মীদের উদ্দেশে শাহ ভোট প্রস্তুতির বার্তা দেবেন। সবশেষে বিকাল সাড়ে ৩টে নাগাদ ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে যাবেন তিনি। কালীমন্দিরে পুজো দেওয়ার পর তাঁর এই সফর শেষ হচ্ছে