নিয়োগ জট কাটাতে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলার আশ্বাস তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করলেন এসএলএসটি শারীরশিক্ষা–কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। তাঁদের নিয়োগ জট খোলার বিষয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এ নিয়ে ফের একবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলার জন্য কুণালের কাছে আর্জি জানান তাঁরা।
আগামী সোম–মঙ্গলবারের মধ্যে এজির সঙ্গে কুণাল কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিন ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিপ্রার্থীদের দেখা করার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
Advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কেটেছে কলকাতা হাই কোর্টে। ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। এই আবহেই তাঁদের নিয়োগ জট কাটাতে উদ্যোগী হলেন এসএলএসটি শারীরশিক্ষা–কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা।
Advertisement
Advertisement



