বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায়

কাঠফাটা রোদে নাজেহাল শহরবাসী। জেলায় জেলায় বৃষ্টি হলেও কলকাতায় বৃষ্টির দেখা মিলছিল না। অবশেষে আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে। তবে বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও পরে গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশির ভাগ জেলায়।

এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, ফলে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত এমনই চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্ত ভাবে আগামী রবি-সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে।

অন্যদিকে, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই কেরল ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার প্রবেশ ঘটবে, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ৫ জুন। তবে তার আগেই উত্তরবঙ্গে বর্ষাকাল শুরু হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে তা নির্ভর করবে বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর।