দক্ষিণের পাঁচ জেলায় ভারী বর্ষণ, উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে দুর্গোৎসব, পুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু উৎসবের আগে রাজ্যবাসীর মুখে একটাই প্রশ্ন, এবার কি পুজোয় বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, অন্তত আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্য জুড়েই বজায় থাকবে বৃষ্টি এবং ঝড়বৃষ্টির প্রবণতা। বিশেষ করে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, আর উত্তরবঙ্গেও চলবে লাগাতার দুর্যোগ।

রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশিত বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে। যদিও এখনও তা পুরোপুরি রাজ্য থেকে বিদায় নেয়নি। অন্যদিকে, মৌসুমি অক্ষরেখাও আপাতত রাজ্যের উপর সক্রিয় নয়। ওড়িশা ও অন্ধ্র উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ অঞ্চল উত্তর তেলঙ্গানার দিকে সরে গেলেও, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের ফলে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে আসছে। এর জেরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বজায় থাকবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। মঙ্গল ও বুধবারেও এই প্রবণতা বজায় থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃহস্পতিবার ওই পাঁচ জেলায় আবারও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার – এই পাঁচ জেলায় বুধবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। এর মধ্যে আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাগুলিতেও আজ ও মঙ্গলবার বজায় থাকবে হলুদ সতর্কতা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বিক্ষিপ্ত ভারী বর্ষণ।

আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস বলছে, বিশ্বকর্মা পুজোর সময় ও এমনকি দুর্গাপুজোর দিনগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখনও সেই বিষয়ে চূড়ান্ত পূর্বাভাস আসেনি। পুজোর আগে বৃষ্টি রাজ্যবাসীর পরিকল্পনায় কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে, তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।