কলকাতা ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার মোবাইল ফোন 

(ছবি -ফেসবুক)

কলকাতা ট্রাফিক পুলিশ অস্বাভাবিক তৎপরতার নজির দিলো কাল। এক বাসযাত্রীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন পলকের মধ্যে উদ্ধার করল কলকাতা পুলিশ।

শান্তরূপ মুখার্জী নামে এক যাত্রী অসাবধানতায় তাঁর মোবাইলটি বাসের সিটেই ফেলে চলে আসেন।বাস থেকে নেমে ধর্মতলার কাছে এক ট্রাফিক পুলিশকে গিয়ে ঘটনাটি বলতে তিনি যাত্রীটির কাছ থেকে বাসের নম্বরটি জেনে নিয়ে কন্ট্রোলরুমে তৎক্ষণাৎ ফোন করেন ও বাসটিকে ট্র্যাক করতে বলেন।

ওই ট্রাফিক পুলিশের থেকে ফোন নিয়ে তাঁর মোবাইলে ফোন করলে এক ভদ্রলোক তাঁর ফোনটি ধরেন এবং ট্রাফিক পুলিশটি তাঁকে কাছাকাছি কোনো ট্রাফিক পুলিশের হাতে মোবাইলটি তুলে দেওয়ার নির্দেশ দেন।


ইতিমধ্যেই কন্ট্রোলরুম থেকে জানানো হয় বাসটির অবস্থান মৌলালি। ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রীটি শিয়ালদহ কোর্টের কাছ থেকে মোবাইলটি সংগ্রহ করেন।

কলকাতা পুলিশের কাজের ব্যাপারে নির্লিপ্ত মনোভাব নিয়ে কলকাতার মানুষের বিরক্তি বহুবিদিত। কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের এই তৎপরতা দেখে যাত্রীটি মুগ্ধ। সমস্ত ঘটনাটি বিবরণ দিয়ে তিনি ফেইসবুকে পোস্ট করেন আর কলকাতা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানান।