শহর কলকাতার ঐতিহ্যবাহী মহানায়ক উত্তম মঞ্চ সংস্কার করবে কলকাতা পুরসভা। মনোহরপুকুর রোডের এই ঐতিহাসিক প্রেক্ষাগৃহের পূর্ণাঙ্গ সংস্কার ও আধুনিকীকরণের প্রস্তাব অনুমোদন করেছে কলকাতা পুরসভা। উত্তম মঞ্চকে রাজ্যের অন্যতম আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করতেই পুরসভার এই উদ্যোগ।
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত এই অডিটোরিয়াম বহু বছর ধরেই নাটক, সংগীতানুষ্ঠান, সেমিনার ও কর্পোরেট অনুষ্ঠানের অন্যতম মঞ্চ হিসেবে পরিচিত। প্রায় এক দশক আগে উত্তম মঞ্চের সংস্কার হলেও, পুরসভা সূত্রে জানা গেছে ভবনের বিভিন্ন অংশে জীর্ণতা, পরিবেশজনিত ক্ষয় দেখা দিয়েছে। সম্প্রতি অগ্নিনির্বাপণ ব্যবস্থার কাজের সময়ও কিছু ক্ষতি হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে পুরসভা উত্তম মঞ্চের বড় মাপের সংস্কার ও উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রেক্ষাগৃহে আধুনিক সাউন্ড সিস্টেম, উন্নত এয়ার কন্ডিশনিং, আকুস্টিক ব্যবস্থার উন্নতি, নতুন আসন ও অন্যান্য পরিকাঠামোগত পরিবর্তন আনা হবে। সাংস্কৃতিক ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে দর্শকদের জন্য আরও আরামদায়ক ও নান্দনিক অভিজ্ঞতা নিশ্চিত করাই এই সংস্কারের উদ্দেশ্য বলে জানিয়েছে পুরসভার আধিকারিকেরা।
পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুর কমিশনার, এবং মেয়র পারিষদের অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। প্রায় ৯ কোটি ৪৬ লক্ষ টাকার এই প্রকল্পের জন্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের তহবিল থেকে অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। এতে সিভিল ও ইলেকট্রিক্যাল, দু’ধরনের কাজই অন্তর্ভুক্ত থাকবে।
পুরসভা সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় দপ্তরীয় অনুমোদনের পর টেন্ডার ও অন্যান্য প্রক্রিয়া শুরু হবে। কাজ শেষ হলে মহানায়ক উত্তম মঞ্চ আবারও কলকাতার অন্যতম প্রধান সাংস্কৃতিক মঞ্চ হিসেবে নতুন রূপে উঠে আসবে।