এসআইআর মামলায় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব হাইকোর্টের

ফাইল চিত্র

এসআইআর তথা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৮ নভেম্বরের মধ্যে এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার মামলাকারীর আইনজীবী ব্লক লেভেল আধিকারিক তথা বিএলও–দের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সরকার জানে কীভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। আলাদা করে কোনও নির্দেশ দেওয়ার দরকার নেই।
মামলাকারীর আইনজীবী শুনানি চলাকালীন প্রশ্ন তোলেন, ২০০২ সালের তথ্যের ভিত্তিতে কেন এসআইআর হচ্ছে? ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে এসআইআর করার দাবি জানান তিনি। এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি জানান, বিএলও হিসেবে নিযুক্ত সরকারি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এই নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, কীভাবে নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে হয় তা সরকার জানে। আলাদা করে নিরাপত্তার নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।
অন্যদিকে, জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছেন ২০০২ সালে শেষবার রাজ্যে এসআইআর হয়েছিল। সেই সময় যে সব ভোটারের নাম লিস্টে ছিল তাঁদের নতুন করে কোনও নথি দেওয়ার প্রয়োজন নেই। কোনও ভোটারের বাবা মায়ের নাম থাকলেও তাঁকে কোনও নথি দিতে হবে না। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে এসআইআর ২০২৫ সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই করা হচ্ছে।
রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এসআইআর–এর এনুমারেশন প্রক্রিয়ার কাজ। এই প্রক্রিয়ায় বিএলও–রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া, ফিলআপ করানো ও জমা নেওয়ার কাজ শুরু করেছে। এসআইআর নিয়ে মামলা দায়ের করতে চেয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। গত ৩১ অক্টোবর সেই মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। এই মামলা দ্রুত শুনানির আবেদনও জানিয়েছিলেন মামলাকারীর আইনজীবী। কিন্তু সেই আবেদন দুইবার খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। মামলাকারীর প্রশ্ন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তড়িঘড়ি কেন এসআইআর করা হচ্ছে? কেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে? ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক নির্বাচন কমিশন। পাশাপাশি আদালতের নজরদারিতে রাজ্যে এসআইআর প্রক্রিয়া করা হোক। এই মামলার শুনানিতে নির্বাচন কমিশনের কাছ থেকে হলফনামা চেয়েছে হাইকোর্ট। আদালত জানতে চেয়েছে, কোন প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া হচ্ছে।