কামারহাটির বাসিন্দা জয়ন্ত সিংহের ‘বেআইনি’ বাড়ি ভাঙার জন্য ই-টেন্ডার ডাকল কামারহাটি পুরসভা। টেন্ডার অর্ডার অনলাইন থেকে শুরু করে সংবাদপত্রে বিজ্ঞাপন আকারে দেওয়া হচ্ছে পুরসভার পক্ষ থেকে। কামারহাটি এলাকায় একটি ডোবার একাংশ বুঝিয়ে পরিত্যক্ত জমিতে দুধসাদা প্রাসাদ তৈরি করেছিলেন জয়ন্ত। গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে প্রাসাদোপম বাড়িটি ভেঙে ফেলতে হবে। তারপরেই এই পদক্ষেপ।
কামারহাটির প্রতাপ রুদ্র লেনের উপর সাদা রঙের বাড়িটি সম্পর্কে কোনও রেকর্ড ছিল না পুরসভার কাছে। পরবর্তী সময়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছ থেকে পাওয়া রেকর্ডে দেখা যায়, জমিটি জনৈক দিলীপ মুখোপাধ্যায়ের নামে। এরই মধ্যে এই প্রাসাদ ভেঙে দেওয়ার নির্দেশ দেয় আদালত। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা ই-টেন্ডারের বিষয়ে মুখ খুলতে চাননি। সূত্রের খবর, টেন্ডারে কম খরচে হবে, এমন কারও দরপত্রই গ্রাহ্য করবে পুরসভা।
Advertisement
এর আগে কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা বলেছিলেন, ‘আদালতের নির্দেশ মতোই পুরসভা কাজ করবে। তবে অত বড় বাড়ি ভাঙার পরিকাঠামো পুরসভার নেই। টেন্ডার ডেকে বাড়ি ভাঙার বরাত দিতে হবে কোনও সংস্থাকে। কিন্তু আদালতের নির্দেশ মেনেই পুরসভা কাজ করবে।’ সূত্রের খবর, বাড়ি ভাঙার আগে ১০ দিনের মধ্যে আসবাব সরাতে নোটিশ দেওয়া হবে। ১৩ জুন থেকে শুরু হবে বাড়ি ভাঙার কাজ। ৯ জুন পর্যন্ত দরপত্র গ্রহণ করা হবে, তা খোলা হবে ১১ জুন।
Advertisement
গত বছর এক ব্যক্তিকে স্থানীয় একটি ক্লাবে আটকে রেখে মারধরের ঘটনায় শিরোনামে উঠে আসে জয়ন্ত ওরফে জায়ান্ট-এর নাম। অন্যান্য অভিযোগের পাশাপাশি জয়ন্তর বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি ডোবা ভরাট করে প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন তিনি। এই বেআইনি নির্মাণ নিয়ে তদন্ত শুরু করে পুরসভা। অবৈধ বাড়ি নিয়ে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। তারপর হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৪ সপ্তাহের মধ্যে এই বাড়ি ভেঙে ফেলতে হবে।
Advertisement



