• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে রামধনু রঙে সাজছে কালনা রাজবাড়ি ও ১০৮ শিবমন্দির

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুজোর আগেই রাজবাড়ি ও ঐতিহ্যবাহী ১০৮ শিবমন্দির চত্বর রামধনু রঙের আলোয় সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে।

মন্দিরের শহর কালনা এবার আরও নতুন রূপে ধরা দেবে পর্যটকদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্গাপুজোর আগেই রাজবাড়ি ও ঐতিহ্যবাহী ১০৮ শিবমন্দির চত্বর রামধনু রঙের আলোয় সাজিয়ে তোলার কাজ চলছে জোরকদমে। আলোকসজ্জা ও সৌন্দর্যায়নের এই মহাযজ্ঞে শহরের ধর্মীয় এবং পর্যটন পরিকাঠামোয় যুক্ত হচ্ছে নতুন মাত্রা।

পুরপ্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকা। ইতিমধ্যেই কাজের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে। পুরপ্রধান আনন্দ দত্ত ও উপপুরপ্রধান তপন পোড়েল ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে কয়েক দিন আগে আলো লাগানোর স্থানগুলি ঘুরে দেখেন।

Advertisement

পুরপ্রধান বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মন্দিরের এই শহরকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে। সেই লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হয়েছে, যাতে দেশ-বিদেশের পর্যটকরা এখানে এসে আরও বেশি করে আকৃষ্ট হন।’ বিশেষ দিনে যেমন প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে এই মন্দির চত্বরকে তেরঙা আলোর সাজে সাজানো হবে বলেও জানা গিয়েছে।

Advertisement

তবে এই প্রকল্প শুরুর পথে ছিল কিছু জটিলতা। কেন্দ্রীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের অনুমতির অপেক্ষায় দীর্ঘদিন ধরে কাজ থমকে ছিল। তবে বর্তমানে সেই জট কেটে যাওয়ায় পুরোদমে শুরু হয়েছে আলোকসজ্জার কাজ। ঐতিহাসিক কালনা রাজবাড়ি চত্বর ও ১০৮ শিবমন্দিরের টেরাকোটার শিল্পকলা বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শীতকাল এলেই বাড়ে দর্শনার্থীদের ভিড়। এই নতুন রূপে কালনার পর্যটন সম্ভাবনা যে আরও প্রসারিত হবে, তা বলাই বাহুল্য।

উপপুরপ্রধান তপন পোড়েল বলেন, ‘আমরা চেষ্টা করছি পুজোর আগেই সমস্ত কাজ শেষ করতে। আলোর মাধ্যমে মন্দিরের শহর কালনাকে নতুনভাবে বিশ্বদরবারে তুলে ধরা হবে।’

Advertisement