টেট কেসে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সোমবারের এই রায় দানের পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বলে, মঙ্গলবার কলকাতা হাই কোর্টে সশরীরে হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে।

Written by Arnab Biswas Kolkata | June 20, 2022 7:34 pm

তৃণমূল বিধায়ক ড. মানিক ভট্টাচার্যকে অবিলম্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মানিকের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রাথমিকে শিক্ষক-নিয়োগে অনিয়মের। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, অবিলম্বে মানিককে তাঁর পদ থেকে সরাতে হবে।

সংশ্লিষ্ট দফতর সিদ্ধান্ত নেবে তার স্থানে কে আসবেন। ততদিন পর্যন্ত পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি দায়িত্ব সামলাবেন।

সম্প্রতি তদন্তকারী সংস্থা সিবিআই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক ভট্টাচার্যকে ডেকে পাঠিয়েছিল।

তিনি গত সোমবার হাজিরাও দেন সিবিআইয়ের দফতরে। যার এক সপ্তাহের ভেতর কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিল।

সোমবারের এই রায় দানের পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বলে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে। দুপুর ২টোর মধ্যে তাকে আসতে বলা হয়েছে।

বিচারপতি জানিয়েছেন,টেট দুর্নীতি সংক্রান্ত বিশেষ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে মানিককে আদালতে উপস্থিত থেকে।