ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে অন্যতম অনিকেত মাহাতো অসুস্থ হয়ে পড়েন বৃহস্পতিবার রাতেই।
রাতেই তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। আজ,
শুক্রবার বিকেল পর্যন্ত সেখানেই আছেন তিনি। কিন্তু সকলেরই প্রশ্ন কেমন আছেন, অনশনরত বাকি ৬ জুনিয়র ডাক্তার?
জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন, ওই ৬ জনের অবস্থাও খুব একটা ভালো নয়। রক্তের শর্করার মাত্রা অনেকটাই কমেছে।
শরীর আগের চেয়ে দুর্বল, রক্তচাপও স্বাভাবিক থাকছে না। তাঁদের ইউরিনে কিটোন বডি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন
জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চের প্রতিনিধি দেবাশিস হালদার।
Advertisement
আরজি কর কাণ্ডে উপযুক্ত বিচার সহ ১০ দফা দাবিতে শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন ৬ জুনিয়র
ডাক্তার। তাঁরা হলেন – তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং
পুলস্ত্য আচার্য। আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো রবিবার অনশন শুরু করেন।
Advertisement
এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও অনশন করছেন দুই জুনিয়র ডাক্তার। তাঁদেরও শারীরিক অবস্থা খুব
একটা ভালো নয়। হাসপাতালেই প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ। যদিও ওই দুই জুনিয়র চিকিৎসক অনশন চালিয়ে যেতে
চান। কোনওভাবেই হাসপাতালে ভর্তির পক্ষপাতী নন তাঁরা।
শুক্রবার বিকেলে আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আরভি অশোকন অনশনস্থলে যান। অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে এই অনশন তুলে নেওয়ারও আবেদন জানান তিনি। আইএমএ-র সর্বভারতীয় সভাপতি অনশনকারীদের কাছে আবেদন করেন, জীবন সবার আগে, কঠিনতম পথে যাবেন না।
Advertisement



