হাইকোর্টের নির্দেশ মেনে অবস্থানের জায়গা পরিবর্তন চাকরিহারাদের

ফাইল চিত্র

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার অবস্থানের জায়গা পরিবর্তন করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এতদিন ধরে তাঁরা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন। কিন্তু শুক্রবার সেই জায়গা পরিবর্তন করে সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা।

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, বিকাশ ভবনের সামনে থেকে চাকরিহারাদের সরে যেতে হবে। পরিবর্তে তাঁরা সেন্ট্রাল পার্ক সংলগ্ন সুইমিং পুলের কাছে ফুটপাতে অবস্থানে বসতে পারেন। তবে সেখানেও ২০০-র বেশিজন জমায়েত করতে পারবেন না। অপরদিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেন্ট্রাল পার্কে আন্দোলনকারীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য পরিকাঠামোর ব্যবস্থা করবে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে সুইমিং পুল সংলগ্ন অঞ্চলে ত্রিপল দিয়ে আন্দোলন মঞ্চ তৈরি করে দেওয়া হয়। সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা হওয়ার পর বিকাশ ভবন চত্বর থেকে সরে যান চাকরিহারারা।

শুক্রবার ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন ‘যোগ্য’ চাকরিহারারা। তবে নির্ধারিত কর্মসূচি শুরু আগেই শিয়ালদহ, ধর্মতলা এবং বিকাশ ভবন চত্বর থেকে ১১০ জনের বেশি শিক্ষক-শিক্ষিকাকে আটক করে পুলিশ। রীতিমতো চ্যাংদোলা করে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। তবে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, আন্দোলন চলবে। অবস্থান বিক্ষোভের স্থান বদল হওয়ার অর্থ মনোবল কমে যাওয়া নয়। আদালতের নির্ধারণ করে দেওয়া স্থান নিয়ে প্রথম থেকেই খুশি নন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, সেন্ট্রাল পার্কের জায়গাটি খুবই অস্বাস্থ্যকর এবং থাকার অযোগ্য। তবে তা সত্ত্বেও তাঁরা প্রতিবাদ কর্মসূচি জারি রাখবেন।