ভাঙড়ে আইএসএফের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ফের ভাঙড়ে বোমাবাজির ঘটনা। ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর এক নেতার বাড়ি লক্ষ্য করে এই হামলা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দিকে। শনিবার গভীর রাতে ভাঙড়ের শানপুকুর অঞ্চলের চণ্ডীহাট এলাকায় আইএসএফের বুথ সভাপতি ইছা মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা—এমনটাই অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, এই বোমাবাজির নেপথ্যে রয়েছে আইএসএফের অভ্যন্তরীণ কোন্দল, আর ঘটনার দায় অহেতুক তাদের উপর চাপানো হচ্ছে। 

আইএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মূলত ‘আইএসএফের রাজনীতি করার কারণে’ এবং মাছের ভেড়ির নিলামকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। ইছা মোল্লা জানিয়েছেন, তিনি ভেড়ির নিলামে অংশ নিয়েছিলেন এবং অন্যদের চেয়ে বেশি দাম হেঁকেছিলেন। তাঁকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই বোমাবাজি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়টি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, আইএসএফের গোষ্ঠীকোন্দলের কারণেই এই বোমাবাজির ঘটনা ঘটেছে। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, “তৃণমূল বোমাবাজির মতো ঘটনাকে কোনোভাবেই সমর্থন করে না। আমরা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। ওদের (আইএসএফের) নিজেদের মধ্যে গোলমালের ফল এটি।” বর্তমানে উত্তর কাশীপুর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।


ঘটনাস্থল থেকে বোমার সলতে উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।