বিরােধী দলনেতা কি শুভেন্দু অধিকারী?

রাজনৈতিক মহলের ধারণা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জ জানাতে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে বিরােধী দলনেতা করতে পারে বিজেপি।

Written by SNS Kolkata | May 7, 2021 2:57 pm

শুভেন্দু অধিকারী (File Photo: IANS)

বুধবার দুপুরে রাজভবনে তৃতীয়বারের মত রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দায়িত্বভার নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একই সময়ে কলকাতার হেস্টিংসে বিজেপির অফিসে দলীয় বিধায়কেরা ভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে রাজ্যে হিংসা বন্ধে দায়িত্ব পালন করার শপথ নিয়েছেন। পাশাপাশি সারাদেশে মমতার সরকারের প্রথম দিনেই ধর্ণায় ছিল বিজেপি। 

এদিন কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য অফিসে আক্রমনাত্মক রুপে পাওয়া যায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। রাজনৈতিক মহলের ধারণা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জ জানাতে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে বিরােধী দলনেতা করতে পারে বিজেপি। রাজ্য বিজেপি সুত্রে সেইরকম খবর মিলেছে। 

বিরােধী দলনেতা লড়াইয়ে নদীয়ার বিধায়ক মুকুল রায় এগিয়ে থাকলেও রাজ্য মন্ত্রীসভায় একলা অভিজ্ঞতায় বহুগুণ পিছিয়ে মুকুল রায়। সারা রাজ্যে মুকুল রায়ের নিজস্ব বলয়ের সাথে শুভেন্দু অধিকারীর বলয় সেইভাবে না থাকলেও রাজ্য মন্ত্রীসভায় একলা গুরত্বপূর্ণ পদে ছিলেন শুভেন্দু। সেচ, জনসম্পদের পাশাপাশি পরিবহনের মত অতি গুরুত্বপূর্ণ দপ্তর তিনি সামলেছেন একসময়। তাই রাজ্য সরকারের অন্দরমহলের অনেক খবর তিনি জানেন। 

পাশাপাশি তৃনমূলের সরকারি কর্মী সংগঠনের রাশ একসময় ছিল শুভেন্দুর হাতে। তাই বিরােধী দলনেতা হিসাবে বাড়তি আডভ্যান্টেজ পেতে পারেন শুভেন্দু। একুশে বিধানসভা নির্বাচনে দ্বিশত আসনের লক্ষ্যমাত্রার অর্ধেকের কম আসন বিজেপি পেলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন নন্দীগ্রামে। সেটাও অক্সিজেন হিসাবে কাজ করছে বিজেপির মধ্যে। যেভাবে গননার দিন তৃণমুলের বাহিনীর হাতে ইটবৃষ্টি আক্রমণের সামনে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে যথাযথ বিরােধী দলনেতা হিসাবে শুভেন্দুকেই পছন্দ রাজ্য বিজেপির বলে জানা গেছে।