তৃণমূলের থিম গানের ভিডিও ছাড়ল আইপ্যাক

বৃহস্পতিবার রাজ্য সরকারের পরামর্শ সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি আর অফিসে আচমকা হানা দেয় ইডি। বৃহস্পতিবার অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়। শুক্রবার থেকে স্বাভাবিক কাজকর্ম শুর হয় আইপ্যাকের অফিসে। আর শনিবার দুপুরে প্রকাশিত হল তৃণমূলের স্লোগান ‘যতই কর হামলা আবার জিতবে বাংলার’ ভিডিও। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের তৃণমূলের স্লোগান এটি। স্লোগানের ভিত্তিতে থিম গানটি আগেই তৈরি করা হয়েছিল। শনিবার সেই গানের ভিডিও প্রকাশ করে আইপ্যাক।

তৃণমূলের নির্বাচনী স্লোগানের ভিডিও-র সময়সীমা মোট ৩ মিনিট ১২ সেকেন্ড।  ভিডিওর মুখ্য চরিত্রে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি মমতা এবং অভিষেকের বিভিন্ন কর্মসূচির টুকরো টুকরো কোলাজের অংশ। সেই সঙ্গে রয়েছে তৃণমূল কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস এবং প্রতিবাদে দৃপ্ত প্রকাশ।

আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির হানা নিয়ে শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেক হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মমতা। আর নদিয়ায় জনসভার পর বনগাঁর ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে যান অভিষেক। আইপ্যাকের সদ্য মুক্তিপ্রাপ্ত ভিডিওটিতে মমতার মিছিল এবং অভিষেকের কর্মসূচির একাধিক ফুটেজ রয়েছে। তা থেকে স্পষ্ট ভিডিওটি সদ্য সম্পাদিত।


ইডি হানার বিরুদ্ধে আইপ্যাকের এই ভিডিও জবাব বলে মনে করছেন অনেকে। এক দিন কাজ বন্ধ করলেও তাদের যে দমানো সম্ভব নয়, এই ভিডিওর মাধ্যমে আইপ্যাক সেটাই প্রমাণ করতে চেয়েছে বলে মত তৃণমূলের একাংশের।আইপ্যাকের কেউ অবশ্য আনুষ্ঠানিক ভাবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এক সময় মমতা বাংলার ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত ছিলেন। এই ভিডিওতে তাঁকে বাঘিনি হিসেবে দেখানো হয়েছে।

কয়েক মাস আগে তৃণমূলের সমাজ মাধ্যমে মমতাকে ‘বাংলার বাঘিনি’ হিসেবে প্রচার করা হয়েছিল। শুক্রবার হাজরা মোড়ের সভাতেও মমতা বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর। এটা তোমরা মনে রেখো।’গানের কথায় বিভাজন, বাঙালি ভাবাবেগ ইত্যাদির মত বিষয় উঠে এসেছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করা হয়েছে। তবে বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ছবি নেই।

রাজ্য সরকারের কর্মসূচিও স্থান পেয়েছে প্রকাশিত ভিডিওটিতে। রয়েছে দুর্গা কার্নিভালের খণ্ডচিত্র। কন্যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে ভিডিওটিতে। সম্প্রীতির বার্তাও রয়েছে সেখানে। মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতার অংশগ্রহণের ছবি রয়েছে। ভিডিওটির কিছুটা কাজ আগে করা হলেও সাম্প্রতিক ঘটনার ফুটেজ দিয়ে ফিনিশং টাচ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। উপর মহলের সিলমোহর পাওয়ার পরেই শনিবার তা প্রকাশ করেছে আইপ্যাক সংস্থা।