মালদহ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, পাঁচ বাংলাদেশি-সহ এক ভারতীয় গ্রেপ্তার

ফের মালদহের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। সোমবার গভীর রাতে হবিবপুর থানার অন্তর্গত পান্নাপুর সীমান্তে পাঁচ বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে ধৃতদের পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই পান্নাপুর সীমান্ত এলাকায় টহলদারি জোরদার করা হয়। সেই সময়ই সীমান্তের কাঁটাতারহীন অংশ দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ওই ছ’জন।
বিএসএফের হাতে তারা ধরা পড়ে। ধৃতদের জেরা করে জানা যায়, ধৃত পাঁচ বাংলাদেশির বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের নাম মহম্মদ কউসার, মহম্মদ রাজাব আলি, মহম্মদ আলামন নবি, মহম্মদ রবিউল ও রকি শেখ।
এছাড়াও পান্নাপুর এলাকার বাসিন্দা রিপন বিশ্বাস নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, রিপনের মাধ্যমেই ওই পাঁচ বাংলাদেশিকে সীমান্ত পার করানোর ছক কষা হয়েছিল। কাঁটাতারহীন সীমান্ত পথ ব্যবহার করে তাদের ওপারে পাঠানোর পরিকল্পনা ছিল।
মঙ্গলবার ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার পিছনে কোনও বড় পাচারচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।