২৪ ঘণ্টায় ফের বাড়ল রাজ্যের সংক্রমণ

প্রতীকী ছবি (Photo by Johan ORDONEZ / AFP)

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭২৩ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। তবে কমেছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ১১ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২০৫ জন কলকাতার।

অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১৪৬ জন। আগের দিন সংক্রমণ ছিল এর তুলনায় কিছুটা কম।

যা স্বাভাবিকভাবেই উদ্বগ বাড়িয়েছে। দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৫৩ জন। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৪৮ জন।


এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৮,৪৮৮। একদিনে করোনা প্রাণ জনের। দৈনিক কেড়েছে রাজ্যের মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন।

এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯২২৬ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৭৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭১২৯৫। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।