• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

কালীপুজো-দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে স্পেশাল ট্রেন

কালীপুজো ও দীপাবলির জন্য আগামী ৩১ অক্টোবর, বৃহস্পতিবার ও ১ নভেম্বর, শুক্রবার ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।

দুর্গাপুজোর মতো কালীপুজোতেও স্পেশাল ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। কালীপুজো ও দীপাবলির জন্য আগামী ৩১ অক্টোবর, বৃহস্পতিবার এবং ১ নভেম্বর, শুক্রবার ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। যাত্রীদের কথা মাথায় রেখে সমস্ত স্টেশনেই এই ট্রেনগুলি দাঁড়াবে।

প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, কালীপুজো ও দীপাবলি উপলক্ষে যাত্রীদের সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে, শিয়ালদহ ডিভিশনের সকল ট্রেন ৩১ অক্টোবর ২০২৪ তারিখে সপ্তাহের অন্যান্য দিনের মতো চলবে এবং ফ্ল্যাগ ও হল্ট স্টেশন সহ পথিমধ্যে সকল স্টেশনে থামবে এবং ৩১ অক্টোবর / ১ নভেম্বর তারিখের (বৃহস্পতিবার / শুক্রবার) মধ্যবর্তী রাত্রিতে শিয়ালদহ ডিভিশনের অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেনও চলবে এবং এই ট্রেনগুলি পথিমধ্যে সকল স্টেশনে থামবে।

শিয়ালদহ-ডানকুনি এবং ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল: শিয়ালদহ-ডানকুনি স্পেশাল ৩১.১০.২০২৪ তারিখ রাত ১১:৩০ টায় শিয়ালদহ থেকে ছেড়ে ১.১১.২০২৪ তারিখ রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছবে। ডানকুনি-শিয়ালদহ স্পেশাল ১.১১.২০২৪ তারিখ রাত ১২:২৫ টায় ডানকুনি থেকে ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছবে।

শিয়ালদহ-বারাসাত এবং বারাসাত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল: শিয়ালদহ-বারাসাত স্পেশাল ১.১১.২০২৪ তারিখ শিয়ালদহ থেকে রাত ১২:১০ টায় ছেড়ে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছবে। বারাসাত-শিয়ালদহ স্পেশাল ১.১১.২০২৪ তারিখ বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদহ পৌঁছবে।

শিয়ালদহ-রানাঘাট এবং রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল: শিয়ালদহ-রানাঘাট স্পেশাল শিয়ালদহ থেকে ১.১১.২০২৪ তারিখে রাত ১২:৪০ টায় ছেড়ে রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছবে। রানাঘাট-শিয়ালদহ স্পেশাল ৩১.১০.২০২৪ তারিখ রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে ১.১১.২০২৪ তারিখ রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছবে।

শিয়ালদহ-বারুইপুর এবং বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল: শিয়ালদহ-বারুইপুর স্পেশাল ১.১১.২০২৪ তারিখ শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ১:১৫ টায় বারুইপুর পৌঁছবে। বারুইপুর-শিয়ালদহ স্পেশাল ১.১১.২০২৪ তারিখ বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে ২:১০ টায় শিয়ালদহ পৌঁছবে।