ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ভারতে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, চলমান সংঘাতের সময় ভারত কোনওভাবেই ‘নিরপেক্ষ’ অবস্থানে নেই। পাশাপাশি ‘বন্ধু’ হিসেবে পুতিনের নেতৃত্বেরও প্রশংসা করেছেন মোদী। রুশ প্রেসিডেন্টের পাশে বসে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য— কেবলমাত্র শান্তির পথ ধরেই বিশ্বের বিকাশ সম্ভব।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা রাশিয়া–ইউক্রেন সংঘাতের মধ্যেই মোদী ও পুতিন একাধিকবার টেলিফোনে কথা বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে দেখা করেছেন, এমনকি মোদী রাশিয়া সফরেও গিয়েছেন। এই দীর্ঘ সময় ধরে ভারতের অবস্থান একচুলও বদলায়নি। এ নিয়ে দিল্লি বার্তা নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। শুক্রবার হায়দরাবাদ হাউসের বৈঠকেও সে বার্তাই আবার পুতিনকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
শুক্রবার বৈঠক শুরু হতেই প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, ‘ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। এটা শান্তির যুগ। সাম্প্রতিক অতীতে শান্তি ফেরাতে অনেক চেষ্টা হয়েছে। আমার বিশ্বাস গোটা বিশ্ব আবারও শান্তির পথে ফিরবে।’ পাশাপাশি পুতিনের নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। মোদীর কথায়, ‘যুদ্ধ শুরুর পর থেকে প্রকৃত বন্ধুর মতো ইউক্রেন যুদ্ধ নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন পুতিন। সমস্ত তথ্য জানিয়েছেন।’ ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী মোদী আরও বলেন, শান্তির মাধ্যমেই বিকাশ ঘটবে।
ইউক্রেন সংঘাত প্রসঙ্গে শুক্রবার নিজের অবস্থান তুলে ধরেন ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ‘ইউক্রেনে যা ঘটছে সেই নিয়ে আমেরিকা-সহ অনেকের সঙ্গেই আলোচনা চলছে। শান্তি প্রস্তাবের চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে ইউক্রেন সমস্যার দিকে নজর রেখেছেন সেটা সত্যিই প্রশংসনীয়।’ ইউক্রেন ইস্যুর পাশাপাশি আরও বহু বিষয়েই শুক্রবারের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।