স্বাধীন দায়িত্ব চন্দ্রিমার

চন্দ্রিমা ভট্টাচার্য (Photo: IANS)

অর্থ দফতরের স্বাধীন দায়িত্ব পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার মমতার মন্ত্রিসভায় উল্লেখযোগ্যভাবে গুরুত্ব বাড়ল এই মন্ত্রীর। নবান্ন সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার এই রদবদলে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

অর্থমন্ত্রী অমিত মিত্রের অনুপস্থিতিতে এতদিন অর্থ দফতর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। পরে ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে।

এবার অর্থ দফতরেরই স্বাধীন দায়িত্ব দেওয়া হল তাঁকে। প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র অবশ্য অর্থ দফতরের উপদেষ্টার পদেই থাকছেন। পাশাপাশি স্বাস্থ্য দফতরেরও প্রতিমন্ত্রী থাকলেন চন্দ্রিমা ভট্টাচার্য।