• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের পরপরই বড় ঘোষণা! ৬ কেন্দ্রের উপনির্বাচনে একলাফে অনেকটাই বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের পরপরই বড় ঘোষণা! ৬ কেন্দ্রের উপনির্বাচনে একলাফে অনেকটাই বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এর আগে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, বাংলার উপনির্বাচনে মোট ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আরও ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হল। ফলে ৬ কেন্দ্রের জন্য মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ২৯ কোম্পানি সিআরপিএফ, ৪০ কোম্পানি বিএসএফ, ১৪ কোম্পানি সিআইএসএফ। এছাড়া আইটিবিপি ১২ কোম্পানি, এসএসবি ছিল ১৩ কোম্পানি।

সম্প্রতি রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বিজেপি নেতা শিশির বাজোরিয়া রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহর কাছে অভিযোগ জানান। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ৬ কেন্দ্রে আরও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। বঙ্গ বিজেপির তরফে নির্বাচন কমিশনের সঙ্গে কো-অর্ডিনেটরের ভূমিকা পালন করেন বাজোরিয়া। রাজনৈতিক মহলের মতে, বাজোরিয়ার দাবির কথা মাথায় রেখেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হল।

আগামী ১৩ নভেম্বর সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি কেন্দ্রে ভোটগ্রহণ। গণনা হবে ২৩ নভেম্বর। আরজি কর কাণ্ডের পর রাজ্যে এটাই প্রথম নির্বাচন। ফলে এই ঘটনা জনমানসে কতটা প্রভাব ফেলেছে, তা এই উপনির্বাচনেই প্রমাণ হবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ৬টি কেন্দ্রের মধ্যে একমাত্র আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে জিতেছিল বিজেপি। জয়ী হয়েছিলেন মনোজ টিগগা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি আলিপুরদুয়ার থেকে সাংসদ হিসেবে মনোনীত হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। মাদারিহাট বাদে বাকি ৫টি কেন্দ্রই রাজ্যের শাসকদলের ঝুলিতে যায়।