• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

এসআইআরের কাজে এবার অসুস্থ এইআরও, কলকাতার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি

৩৮ বছর বয়সি এইআরও-র বাড়ি তমলুকের চণ্ডীপুর ব্লকেল হাসচড়ায়

এবার এসআইআরের কাজের চাপে অসুস্থ হলেন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোরাল রেজিট্রেশন অফিসার বা এইআরও। আধিকারিকের নাম বিবেকানন্দ পাল। ৩৮ বছর বয়সি এইআরও-র বাড়ি তমলুকের চণ্ডীপুর ব্লকেল হাসচড়ায়। তিনি পিংলা ব্লকের যুব দপ্তরে কর্মরত ছিলেন। প্রায় ২০ জন বিএলও ছিল তাঁর অধীনে।

রবিবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর কলকাতার নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত চাপের জন্য অসুস্থ হয়ে পড়েছেন বিবেকানন্দ পাল।

Advertisement

জানা গিয়েছে, কয়েকদিন ধরে বিবেকানন্দবাবু অসুস্থ ছিলেন। রবিবার সকালে বাড়ির শৌচালয় থেকে ফিরে এসে আর কোনও কথা বলতে পারছিলেন না। তাঁকে তড়িঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

বিবেকানন্দবাবুর শ্যালিকা জানিয়েছেন, ‘সকালে শৌচালয় থেকে আসার পর অসুস্থ হয়ে পড়েন। মাথায় জল দিয়ে আনা হয় হাসপাতালে। এসআইআরের কাজে নিযুক্ত ছিলেন। চাপের মধ্যে ছিলেন। এখন কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।‘   পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির দাবি, এসআইআর  শুরু হওয়ার পর থেকেই তিনি কাজের অতিরিক্ত চাপে জর্জরিত ছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি।

 

Advertisement