কংগ্রেস অহংকারী মমতার কণ্ঠে ফের একলা চলোর ডাক

তৃণমূলের সাংগঠনিক নির্বাচন উপলক্ষ্যে নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে কংগ্রেসকেও একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, আমার দুঃখ হয় কংগ্রেসকে দেখে। মেঘালয়ে বিজেপির হয়ে ভোট করে ওরা। চন্ডীগড়ে বিজেপিকে সমর্থন দেয়।

আমরা বলেছিলাম জোটবদ্ধ হয়ে লড়াইয়ের কথা। কিন্তু ওদের অহংয়ের জন্য কিছু করা যায়নি।


মুখ্যমন্ত্রী বলেন, আমাকে তাই রবি ঠাকুরের কথা বলতে হচ্ছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।

মুখ্যমন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা না করলেও স্পষ্ট যে তিনি গোয়া ভোটের কথা বলতে চেয়েছেন। তৃণমূলের দাবি ওখানে তারা প্রস্তাব দিয়েছিল কংগ্রেসকে, যাতে দু’দলের আসন বোঝাপড়া করা যায়।

কিন্তু কংগ্রেসের সাড়া মেলেনি। দিন কয়েক আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, গোয়ায় কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।

মমতা বন্দ্যোপধ্যায়ের দিন কয়েকের মধ্যে গোয়ায় প্রচারে যাওয়ার কথা। সেখানে ভোট ১৪ ফেব্রুয়ারি।