একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ১৮ হাজার, কলকাতায় আক্রান্ত প্রায় সাড়ে ৭ হাজার

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। যাঁদের মধ্যে ৭ হাজার ৪৮৪ জন কলকাতার বাসিন্দা। দৈনিক আক্রান্তের নিরিখে এটা সর্বোচ্চ।

Written by SNS Kolkata | January 8, 2022 4:42 pm

উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ। কোভিড পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও।

এমন পরিস্থিতিতে চিন্তা বাড়িয়ে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে হাজারের গণ্ডি ছাড়াল আরও এক জেলা পশ্চিম বর্ধমান। উল্লেখ্য, ২২ জানুয়ারি এই জেলার আসানসোল পুরনিগমে পুর নির্বাচন।

বৃহস্পতিবার  হাজারেরও বেশি গণ্ডি পেরিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার।

স্বাস্থ্য ভবনের শুক্রবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। যাঁদের মধ্যে ৭ হাজার ৪৮৪ জন কলকাতার বাসিন্দা। দৈনিক আক্রান্তের নিরিখে এটা সর্বোচ্চ।

দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৩১১৮)। তৃতীয় স্থানে থাকা হাওড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬০ জন। আর চিন্তা বাড়িয়ে হাজারের গণ্ডি পার করল পশ্চিম বর্ধমানও।

সব মিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭ জন। রকেটের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যান্য রাজ্যের মতো বাংলাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

করোনা আক্রান্তের নিরিখে দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলা। করোনার তৃতীয় ঢেউ আরও মিক্রনের দাপটে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় ১০ হাজারেরও বেশি বেড়ে তা এই মুহূর্তে দাঁড়িয়েছে ৫১ লক্ষ ১১ হাজার ৯৫৭ জন। মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৮৬৪ জনের।

তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। তাদের মধ্যে ৭ জন কলকাতার, ৩ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বাকিরা দক্ষিণ ২৪ পরগনা (২), হাওড়া (২), হুগলি, পূর্ব বর্ধমানের বাসিন্দা।