রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬১০, বেড়েছে মৃত্যু

শুক্রবারের তুলনা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তবে ঊর্ধ্বমুখী কোভিড-১৯-এ মৃত্যুর গ্রাফ। ওমিক্রন আতঙ্কে র মাঝেই চোখ রাঙাচ্ছে কলকাতার সংক্রমণ।

Written by SNS Kolkata | December 12, 2021 2:33 pm

শুক্রবারের তুলনা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তবে ঊর্ধ্বমুখী কোভিড-১৯-এ মৃত্যুর গ্রাফ। ওমিক্রন আতঙ্কে র মাঝেই চোখ রাঙাচ্ছে কলকাতার সংক্রমণ। শনিবারও তিলোত্তমায় সংক্রমিত ২০০-র বেশি।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। আর মহামারীকে হারিয়ে সেরে উঠেছেন ৬১২ জন। দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি হওয়ায় সামন্য স্বস্তিতে রাজ্যের চিকিৎসকরা।

এদিন দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৫ জন। শুক্রবারের তুলনায় সামন্য কমেছে সংক্রমণ। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থান রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ১০২।

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৫৫) ও হুগলি (৪৫)। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ২২ হাজার ৬০৮ জন। মৃতের সংখ্যাও বেড়েছে কিছুটা। শনিবার করোনার বলি ১০ জন।

তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫৯৪ জন। অ্যাক্টিভ কেস ৭ হাজার ৫৬২ জন। পজিটিভিটি রেট কমে দাঁড়াল ১.৬৩ শতাংশ। করোনায় দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি হয়েছে ঠিকই, তেমনই আবার বেড়েছে সুস্থতার হার।

এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬১২ জন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯৫ হাজার ৪৫২ জন, যা স্বাভাবিকভাবেই ভরসা জোগাচ্ছে প্রায় সকলকেই।