‘আর বাইরে কাজে যাবো না’, বাড়ি ফিরে জানালেন দিল্লিতে আটক বাংলার ২ শ্রমিক

দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হয়েছিলেন নদিয়ার নবদ্বীপের ২ শ্রমিক। অবশেষে ফিরলেন নিজের বাড়ি। ফিরেই জানান, ‘আর ইরে কাজে যাবো না। কাজে যেতে ভয় লাগছে।’

দিল্লিতে আটক হওয়া ২ শ্রমিকের নাম শান্তি শেখ, কাজিল শেখ। ওঁদের বাড়ি নবদ্বীপ ব্লকের তিওরখালি এলাকায়। অবশেষে ওঁরা বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে কাজিল শেখ বলেন, চলতি মাসের ১৮ তারিখ রাতে হঠাৎ দিল্লি পুলিশ এসে তুলে নিয়ে যায়। আধার কার্ড, ভোটার কার্ড দেখানোর পরও ছাড়েনি। বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে আটকে রাখে। যদিও আমাদের কোনো মারধর করা হয়নি। থানা থেকে বলা হয়, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পেলেই ছেড়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, এরপর নবদ্বীপ পুলিশ প্রশাসন ওখানে আমাদের যাবতীয় তথ্য পাঠালে দিল্লি পুলিশ আমাদের ছেড়ে দেয়। ঘরের ছেলে ঘরে ফিরতেই খুশির হাওয়া পরিবারে। শান্তি শেখ অভিযোগ করে বলেন, ‘আমাদের মারধর না করলেও ওখানে আটক অন্যান্য পরিযায়ী শ্রমিকদের মারধর করা হয়। বাড়ি ফিরে এসেছি। শান্তি। আর বাইরে কাজ করতে যাবো না। ভয় করছে। বাংলাদেশী সন্দেহে তুলে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ। এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।’


উল্লেখ্য, সাম্প্রতিক সময় রাজ্যের বাইরে বাংলার শ্রমিকদের উপর হেনস্থার ঘটনা বাড়ছে। ভাষাগত কারণেও তাঁদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই সরব হয়েছেন তিনি। এই নিয়ে লাগাতার আন্দোলন চলছে পশ্চিমবঙ্গ জুড়ে।