বুথে বুথে বাইকে ঘুরব: শুভেন্দু 

শুভেন্দু বলেন, আগামী ৩ মার্চ পিংলার চক গােপীনাথপুরের জনসভায় তিনি আসছেন। তারপর থেকে ১ এপ্রিল অব্দি তিনি অবিভক্ত মেদিনীপুর থাকবেন।

Written by SNS Kharagpur | March 1, 2021 12:37 pm

শুভেন্দু অধিকারী (File Photo: IANS)

পশ্চিম মেদিনীপুরের ১৫, পূর্ব মেদিনীপুরের ১৬ এবং ঝাড়গ্রামের ৪ অর্থাৎ মােট ৩৫ টি বিধানসভা আসনে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনাটাই যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে বড় চ্যালেঞ্জ, মােহনপুরের নীলদার জনসভায় তা স্পষ্ট করে দিলেন তরুণ তুর্কী। 

শুভেন্দু বলেন, আগামী ৩ মার্চ পিংলার চক গােপীনাথপুরের জনসভায় তিনি আসছেন। তারপর থেকে ১ এপ্রিল অব্দি তিনি অবিভক্ত মেদিনীপুর থাকবেন। অন্য কোথাও যাবেন না, বুথে বুথে বাইকে চেপে ঘুরবেন ভােট হবে। 

শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, উনি বিজেপিতে যাওয়ার পরে তৃণমূলের লােক বেড়ে গিয়েছে। উনি রাজনৈতিক কর্মী হিসাবে ঘুরতে পারেন। কিন্তু ২৬ জন সিআরপিএফ নিয়ে ঘােরাটাই সার হবে। কোনও লাভ হবে না। মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই।