• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

আমি ভোট চাইতে আসিনি, দুশ্চিন্তা দূর করতে এসেছি: মমতা

‘এই বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না‘

বিশেষ নিবিড় সংশোধন চালু হওয়ার পর থেকে রাজ্যে একের পর এক এসেছে মৃত্যুর খবর। মানুষের মনে দানা বেঁধেছে ভয়, আশঙ্কা। এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের মত বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন ঘোরাফেরা করছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে বরাভয় হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন। বুধবার মালদহের গাজোলের সভা থেকে বলেন, ‘এই বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না।‘

Advertisement

সভামঞ্চে থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘আমি ভোট চাইতে আসিনি, আপনাদের মনের দুশ্চিন্তার কথা স্মরণ করে পাশে দাঁড়ানোর জন্য এসেছি। ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, ভীত হবেন না।‘

Advertisement

নাম না করে মোদীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাবছেন গায়ের জোরে সব কিছু করবেন। জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন। মনে রাখবেন, মানুষই কিন্তু শেষ কথা বলে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।‘

Advertisement