বিয়ে হয়েছে ২ বছরও হয়নি। তার আগেই অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন স্বামী। ঘটনার কথা জানাজানি হতেই শুরু হয় অশান্তি। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয় মেনে নিতে পারেননি স্ত্রী। এই নিয়ে শুরু হয়ে দুজনের ঝামেলা। এর জেরে রাগে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পলাতক রয়েছেন অভিযুক্ত যুবক।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম লক্ষ্মী দাস। তাঁর বাড়ি হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগরে। কলেজে পড়ার সময় ধনিয়াখালি থানার গোপীনগর এলাকার বাসিন্দা বাপন দুলের সঙ্গে পরিচয় হয় তাঁর। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। বছর দুয়ের আগে একে অপরকে বিয়ে করেন লক্ষ্মী ও বাপন। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তির শুরু। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বাপন। লক্ষ্মী বিষয়টা জানতে পারেন। এরপর থেকেই দাম্পত্য কলহ চরমে পৌঁছায়।
স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মী ও বাপনের মধ্যে অশান্তি লেগেই থাকত। স্ত্রীকে ওই যুবক মারধর করতেন বলে অভিযোগ উঠেছে। এরই মাঝে রবিবার তরুণীর বাবার বাড়িতে ফোন করে জানানো হয়, তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। তাঁকে তারকেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই মতো তরুণীর বাবার বাড়ির সদস্যরা গিয়ে দেখেন মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে। তাঁদের অভিযোগ, জামাই বাপনই তাঁদের মেয়েকে খুন করেছেন । খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত বাপন পলাতক রয়েছেন। তাঁর খোঁজে চলছে তল্লাশি শুরু হয়েছে।