এসআইআর আবহে মঙ্গলবার নবদ্বীপ হাসপাতাল রোড এলাকা থেকে উদ্ধার হল প্রচুর ভোটার কার্ড। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, পরিত্যক্ত এলাকা থেকে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির মধ্যে বেশ কয়েকটিতে স্থানীয় বাসিন্দাদের নাম লেখা রয়েছে। কিন্তু, তাঁদের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে প্রত্যেকের ভোটার কার্ড বাড়িতেই রয়েছে। ঘটনায় প্রশ্ন উঠছে একই নামের ভোটার কার্ড কী ভাবে রাস্তায় পাওয়া গেল। নবদ্বীপের পরিত্যক্ত এলাকায় কী ভাবে ভোটার কার্ডগুলি এল তা এখনও জানা যায়নি। কে বা কারা এই কার্ডগুলো ফেলল, কেন ফেলল এবং এর পিছনে কী কারণ রয়েছে, সব কিছুর তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
Advertisement