রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়েও সরস্বতী পুজোর আয়োজন হবে। সেই উপলক্ষে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এবিষয়ে স্পষ্ট নির্দেশ দেয়। এমনকি প্রয়োজন হলে স্থানীয় থানার সহযোগিতাও কর্তৃপক্ষকে নিতে হবে বলে নির্দেশ হাইকোর্টের। পাশাপাশি এ বিষয়ে কোনও প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না বলে ইঙ্গিত দিয়েছে ডিভিশন বেঞ্চ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে আদালত। এর আগে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ক্যাম্পাসে সিসিটিভি বসানোর জন্য অর্থ বরাদ্দ করেছিল। বৃহস্পতিবার আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত তা সম্পন্ন করা হবে। ওয়েবেল চার সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করবে বলেও জানানো হয়।
এদিন শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া প্রয়োজন। আদালত সেই যুক্তি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেসে র্যাগিংয়ের অভিযোগে এক ছাত্রের মৃত্যুর ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনার পর আইনজীবী সোহম দাস কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। এছাড়াও গত বছরের সেপ্টেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে তৃতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, খুন। সেই অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানায় মামলা দায়ের হয়।
এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছিল আদালত। এছাড়া গত বছর ১ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সম্মেলনকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ, গাড়ি আটকে দেওয়ার চেষ্টা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনায় দুই পড়ুয়া গুরুতর জখম হন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে হওয়া সেই বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। এই সব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই লক্ষ্যেই সরস্বতী পুজোর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।