এসআইআর নিয়ে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন পর পর দুই দিন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবারের পরে মঙ্গলবারেই হাইকোর্টে এসআইআর সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু পর পর দুই দিনই সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
মঙ্গলবার আবেদনকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এসআইআর সংক্রান্ত মামলার দ্রুত শুনানির দাবিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে। আইনজীবীর আর্জি, মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। তাই এই সংক্রান্ত মামলার শুনানি জরুরি ভিত্তিতে গ্রহণ করা হোক। তাঁর আর্জি শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়েছেন, এই মুহূর্তে দ্রুত শুনানির প্রয়োজন নেই। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে। সোমবারও এসআইআর সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন সব্যসাচী। সেই আর্জিও খারিজ করে দেওয়া হয়।
গত শুক্রবার আইনজীবী পিন্টু কারার কলকাতা হাইকোর্টে এসআইআর প্রক্রিয়া নিয়ে মামলা দায়ের করেন। তাঁর দাবি, আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া হোক, এসআইআর–এর সময়সীমা বৃদ্ধি করা হোক, কেন এসআইআর করা হচ্ছে, তা বিস্তারিতভাবে আদালতকে জানাক নির্বাচন কমিশন। পাশাপাশি তাঁর আরও দাবি, ২০২২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করুক জাতীয় নির্বাচন কমিশন, এসআইআর প্রক্রিয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হোক। আদালত পিন্টুকে সেই মামলা দায়ের করার অনুমতি দেয়। কিন্তু সোমবার ও মঙ্গলবার দুই দিনই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট।
Advertisement