• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘দানা’র জেরে মধ্যরাত থেকে শুরু ভারী বৃষ্টিপাত, বাতিল বহু বাস

বেহালা থেকে শুরু করে বালিগঞ্জ, কসবা-সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। জলমগ্ন উত্তর কলকাতাও। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে জমেছে হাঁটু সমান জল।

বৃহস্পতিবার মধ্যরাতে ভিতরকণিকা ও ধামারার মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’। যার জেরে, গতকাল মধ্যরাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত।

‘দানা’র দাপট থেকে বাঁচতে গতকাল রাত ৮টা থেকে আজ সকাল অবধি বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। আজ সকাল ১০টা থেকেই স্বাভাবিক ছন্দে ফিরেছে ট্রেন পরিষেবা।

Advertisement

তবে তিলোত্তমা আজ থমথমে। সকাল থেকেই যাত্রীসংখ্যা কম হওয়ায় বাবুঘাট বাস টার্মিনাস থেকে বাতিল করা হয়েছে বহু বাস। এমনকি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘাগামী বাস চলাচল ধর্মতলা থেকে সম্পূর্ণরূপে বন্ধ। ভারী বৃষ্টিপাতের জেরে এবং দুর্যোগের আশঙ্কায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধ রয়েছে ফেরি পরিষেবা।

Advertisement

উল্লেখ্য, ‘দানা’র আশঙ্কায় গতকাল সন্ধ্যে থেকে বন্ধ ছিল দমদম বিমানবন্দরে উড়ান পরিষেবা, আজ সকাল থেকে তাও স্বাভাবিক হয়ে যায়। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ বাতিল বহু বিমান, যার জেরে ভোগান্তির শিকার হতে হয়েছে বহু যাত্রীকে।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব বাংলায় তেমন পড়েনি। কিন্তু গতকাল মধ্যরাত থেকে কলকাতায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত, যার জেরে শুক্রবার সকাল থেকে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। বেহালা থেকে শুরু করে বালিগঞ্জ, কসবা-সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। জলমগ্ন উত্তর কলকাতাও। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে জমেছে হাঁটু সমান জল। কলেজ স্ট্রিট এলাকাও জলমগ্ন।

তবে এই আবহে বন্ধ ছিল না কলকাতার মেট্রো পরিষেবা। যার দরুন সমস্যার মুখে পড়তে হয়নি নিত্যযাত্রীদের।

Advertisement