• facebook
  • twitter
Tuesday, 18 March, 2025

কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে বিপর্যস্ত পরিষেবা

কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে বিপর্যস্ত পরিষেবা। শুক্রবার সকালে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বাতিল করা হয় বাগডোগরাগামী বিমান।

কুয়াশার জেরে দমদম বিমানবন্দরে বিপর্যস্ত পরিষেবা। শুক্রবার সকালে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বাতিল করা হয় বাগডোগরাগামী বিমান। এ নিয়ে ব্যাপক ক্ষোভপ্রকাশ করেছে যাত্রীরা। সূত্রের খবর, শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে পৌঁছয়, যার জেরে স্বাভাবিকভাবেই সর্বত্রই বিপর্যস্ত পরিষেবা।

একাধিক বিমান মাঝ আকাশে চক্কর কেটেছে। কোনও বিমান আবার অন্যত্র অবতরণ করানো হয়েছে। সকালে কলকাতা বিমানবন্দরে ছিল থিকথিকে ভিড়। প্রচুর মানুষ এয়ারলাইন্সের কাউন্টারের সামনে দাঁড়িয়ে কার্যত চিৎকার করছিলেন। পর পর উড়ান বাতিল ও দেরি হওয়ায় বহু যাত্রী আটকে পড়েছিলেন।

শুক্রবার সকালে সাড়ে পাঁচটায় দমদম থেকে বাগডোগরা যাওয়ার কথা ছিল একটি বিমানের। শুক্রবার সকালে সাড়ে পাঁচটায় দমদম থেকে উড়ান দেওয়ার কথা ছিল বাগডোগরাগামী একটি বিমান। বিমানবন্দর সূত্রে খবর, অবিলম্বে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে পরিষেবা স্বাভাবিক হতে খানিকটা সময় লাগবে।