• facebook
  • twitter
Wednesday, 30 July, 2025

সারমেয়কে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম গৌড় ভাওয়াল ও তারাপদ দাস। প্রথমজন স্কুলের প্রধান শিক্ষক ও দ্বিতীয়জন ওই স্কুলের করণিক।

কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুরে ১টি সারমেয়কে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন স্কুলের প্রধান শিক্ষক সহ দু’জন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম গৌড় ভাওয়াল ও তারাপদ দাস। প্রথমজন স্কুলের প্রধান শিক্ষক ও দ্বিতীয়জন ওই স্কুলের করণিক। ধৃতদের বৃহস্পতিবার কল্যাণী আদালতে তোলা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, একটি মাঠে একটি সারমেয় অচেতন অবস্থায় পড়ে। সেই অবস্থায় স্কুলের পোশাক পরা কয়েকজন ছাত্র লাঠি,বাঁশ দিয়ে সারমেয়টিকে মারধর করছে। পাশে লাঠি হাতে দাঁড়িয়ে শিক্ষকরা।

বেধড়ক এই মারধর দেখে সকলেই শিহরিত হয়েছে। এ নিয়ে পশুপ্রেমী মানুষরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করে। তারা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিও জানান। এই ঘটনায় অভিযুক্তরা কল্যাণী গয়েশপুরের নেতাজি বিদ্যামন্দিরের পড়ুয়া। এই পড়ুয়াদের সঙ্গে স্কুলের প্রধানশিক্ষক থাকা নিয়ে বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে।

অবলা প্রাণীর উপর এই নির্মম অত্যাচরে সকলে বিস্ময় প্রকাশ করেছে। এ নিয়ে ওই বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, ওই সারমেয়টি স্কুলের আশেপাশে ঘুরত। আচমকা সারমেয়টি দিন কয়েক ধরে যাকে তাকে কামড়াচ্ছিল বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে পুরসভা ও প্রশাসনকে জানায়। এমনকি শিক্ষক ও ছাত্রকে কামড়েও দেয় কুকুরটি। পরে এই সারমেয়টিকে তাড়ানোর চেষ্টা করে স্কুলের লোকজন। তাড়িয়েও দেওয়া হয়। পরে আবার সারমেয়টি চলে আসে।

আক্রমণাত্মক ভঙ্গিতে ছোটাছুটি করলে কয়েকজন ছাত্র সারমেয়টিকে মারধর করে। এ নিয়ে পশুপ্রেমীরা পুলিশের কাছে অভিযোগ করে। বুধবার রাতে পুলিশ দুজনকে গ্রেফতার করলেও বাকি ৩ জন শিক্ষক পলাতক বলে জানা গিয়েছে।