শুভ নববর্ষ ১৪২৬ : পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা সহ কিছু ছবি ও বার্তা

(Original photo: Getty Images)

শুভ নববর্ষ ১৪২৬: দেখতে দেখতে একটা বছর চলে গেল। ১৪২৫ চলে গিয়ে চলে এল ১৪২৬ আর তার সাথেই  চলে এল বাঙালির আরও এক পার্বণ- নববর্ষ। এপার বাংলা হোক কি ওপার বাংলা, নববর্ষ পালন করতে কেউ কোনও ত্রূটি রাখে না।

বাংলার নববর্ষ বা পয়লা বৈশাখের সাথে একই সময়ে পাঞ্জাবে বৈশাখী, অসমে বিহু, চেন্নাইয়ে পুঠানডু এবং কেরলে ভিশ্নু পালিত হয়।

ভারতে বাঙালিরা নববর্ষ পালন করে বৈশাখ মাসের প্রথম দিনে যা গ্রেগরীয় বর্ষপঞ্জি হিসাবে ১৪ অথবা ১৫ এপ্রিলে পরে। বাংলাদেশে প্রতিবছর ১৪ এপ্রিল নববর্ষ পালন করা হয়। বাংলাদেশে এই দিন ‘মঙ্গল শোভাযাত্রা’ আয়োজিত করা হয়ে।


এবছর ভারতের বাঙালিরা নববর্ষ পালন করবে ১৫ এপ্রিল। ১৪২৫ কে বিদায় জানিয়ে, স্বাগত জানানো হবে ১৪২৬ সাল’কে। 

বাঙালিরা পয়লা বৈশাখে নতুন জামা-কাপড় পড়ে মন্দিরে গিয়ে পুজো দেয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আর খাদ্যরসিক বাঙালিরা যে নববর্ষে নানা খাবারের স্বাদ নেবে না তা না বললেই নয়।

ব্যবসায়ীরা এই দিন লক্ষ্মী-গণেশের পুজো দিয়ে নতুন হাল খাতা চালু করে।

মানুষ মূলত এই দিন নিজের পরিবার বা বন্ধুদের  সঙ্গে থাকতে পছন্দ করে। আমাদের তরফ থেকে কিছু শুভেচ্ছা বার্তা রইল আপনাদের জন্য যা আপনারা আপনাদের কাছের মানুষদের দিতে পারেন।

১. শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।

২. নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুখ ও শান্তি।

৩. নতুন বছর হোক মঙ্গলময়।

৪. নতুন বছরের ঊষা আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ।

৫. নতুন বছর নিয়ে আসুক নতুন সম্ভাবনা।

৬. সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।

৭. নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

৮. নতুন বছর হোক মধুর ও শান্তিপূর্ণ।

(Original photo: Getty Images)

(Original photo: Getty Images)
(Original photo: Getty Images)
(Original photo: Getty Images)
(Original photo: Getty Images)
(Original photo: Getty Images)
(Original photo: Getty Images)
(Original photo: Getty Images)
(Original photo: Getty Images)
(Original photo: Getty Images)