বাকি থাকা পাহাড়ের নির্বাচন করাতে প্রস্তুতি নেওয়া শুরু করলো রাজ্য। আর তারই জেরে রাজ্যে ফের নির্বাচন হতে চলেছে !
সূত্রের খবর, সব ঠিকঠা ক থাকলে আগামী জুন মাসের শেষের দিকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নির্বাচন করাতে চাইছে রাজ্য।
একই সঙ্গে করাতে চাইছে শিলিগুড়ির মহকুমা পরিষদের ভোটও করাতে চাইছে রাজ্য।
নবান্ন সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনকে এমনটাই জানিয়েছে সরকার। সাধারণত রাজ্যের পরিকল্পনাকেই মান্যতা দেয় কমিশন।
তাই ওয়াকিবহাল মহল বলছে, আগামী মাসেই পাহাড়ে নির্বাচনী ডঙ্কা বাজতে চলেছে।
অপরদিকে গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) নির্বাচন না করার জন্য বলেছে।
কারণ তারা জিটিএ চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করেছে এবং গোর্খাদের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার রাজনৈতিক সমাধানের পরামর্শ দিয়েছে।